Best Ways To Know HSC Result
২০২৪ সালের HSC Result ৮ ই নভেম্বর সকাল ১১টায় প্রকাশ করার কথা রয়েছে। যারা অধির আগ্রহে জানতে ইচ্ছুক এইচএসসি পরীক্ষার ফলাফল কিভাবে জানবে তাদের জন্য নিচে বিস্তারিত দেওয়া হল।
HSC Result by Online
শিক্ষার্থীরা অনলাইনে এবং এসএমএস এর মাধ্যমে খুব সহজে এইসএসসি পরীক্ষার ফলাফল জানতে পারবে। অনলাইনে জানতে হলে নিচের দুইটি সাইট ব্যবহার করে ফলাফল জানতে পারবে খুব তাড়াতাড়িঃ
১। http://www.educationboardresults.gov.bd/
২। https://eboardresults.com/v2/home
HSC Result By SMS
এসএসএস এর মাধ্যমে এইসএসসি রেজাল্ট জানতে হলে মেসেজ অপশনে গিয়ে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর যেমন DHA লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর যেমন ২০২৪ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণঃ HSC DHA 123456 2024 পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে খুব সহজেই জানা যাবে এই বছরের এইস এস সি এক্সাম এর ফলাফল।
শিক্ষার্থী বন্ধুদের প্রতি রইল অনেক অনেক শুভ কামনা। কিছু জানতে চাইলে কমেন্ট করে জানাও কমেন্ট বক্সে, উত্তর পেয়ে যাবে খুব তাড়াতাড়ি।

